আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ওবায়দুল কাদের

ই-বার্তা ডেস্ক।।  আজ (শুক্রবার) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে  ছাড়পত্র পাবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । 

ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট ডা. আবু নাসের রিজভী এ তথ্য জানিয়েছে।

আজ ফেসবুক পোস্টে রিজভী জানান, তিনি বর্তমানে সুস্থ।  ফলোআপ চিকিৎসার জন্য আরো কিছুদিন তিনি সেখানে থাকবেন।  আজ সিঙ্গাপুর সময় বিকাল তিনটায় তাঁকে রিলিজ দেয়া হবে হাসপাতাল থেকে।

এর আগে ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  সেখানে তার হার্টে ৩টি ব্লক ধরা পরে।  প্রাথমিক ভাবে একটি ব্লক অপসারণ করলেও বাকি দুটি সরানো সম্ভব হয়নি।  পরে ৫ মার্চ তাকে উন্নত চিকিতসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু