আত্মসমর্পণ না করে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কঠোর ব্যবস্থাঃ স্বরাষ্ট্রমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। আত্মসমর্পণ না করে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, সন্ত্রাসের পথ থেকে আলোর পথে এসে চরমপন্থীরা যেন ভালো কিছু করে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারেন- সে জন্য প্রধানমন্ত্রী তাদের এই সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে জলদস্যু, বনদস্যু এবং মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ করে আলোর পথে ফিরে এসেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে যারা আত্মসমর্পণ করল তাদের যোগ্যতা অনুযায়ী স্বাভাবিক জীবনযাপনের জন্য পুনর্বাসন করা হবে। তাদেরকে আইনি সহায়তাও দেয়া হবে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম