আনন্দ উৎসবের মধ্যে দিয়ে সম্পন্ন হলো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন
মোট ৬টি বুথ, ৬জন প্রিজাইটিং অফিসার, ৬জন পোলিং অফিসার ও ১২জন নিরাপত্তাকর্মী নির্বাচনে দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশনার অফিসারের দায়িত্ব পালন করেন ৫ম শ্রেণির ছাত্রী আশফিয়া জান্নাত, সহকারী কমিশনার ৫ম শ্রেণীর ছাত্রী নুসাইবা তাসনুভা, মায়জান মাহমুদ গগন, প্রিজাটিং অফিসার ৪র্থ শ্রেণির ছাত্র মনিরুজ্জামান মেধা, পোলিং অফিসার ৪র্থ শ্রেণীর ছাত্রী সিরাজুম মুনিয়া আফিফা, ৫ম শ্রেণীর ছাত্রী সাম্মী।
নির্বাচনে মোট ৪২১ জন ভোটারের মধ্যে ৪১৪ জন শিক্ষার্থী ভোট প্রদান করেছে।এর ১৪ জন প্রার্থীর মধ্যে ৭ জন নির্বাচিত হয়।
নির্বাচিতরা হলেন ৪র্থ শ্রেণীর ছাত্রী আততিয়া তাসমিম আবৃত্তি, ভোট পেয়েছেন ২১২টি, ৫ম শ্রেণীর ছাত্রী মাহিয়া তাজবিন পুস্পিতা, ভোট পেয়েছেন ১৯৩টি, ৫ম শ্রেণীর ছাত্র নাছিমুল বারী নাহিদ, ভোট পেয়েছেন ১৭৮টি, ৪র্থ শ্রেণীর ছাত্র পলক রাত রহমান, ভোট পেয়েছেন ১৭৫টি, ৩য় শ্রেণীর ছাত্রী মারিয়া মেহেরিন, ভোট পেয়েছেন ১৭৫টি, ৫ম শ্রেণীর ছাত্র মুনেম তাজওয়ার, ভোট পেয়েছেন ১৬৬টি, ৩য় শ্রেণীর ছাত্র আরাফ হোসেন, ভোট পেয়েছেন ১৪৩টি।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মৎস্য অধিদপ্তরের খামার ব্যবস্থাপক মোঃ মূসা কালিমুল্লাহ, জেলা আওয়ামীলীগ ক্রিড়া যুগ্ন সম্পাদক শফিকুল বারী জিন্নাহ, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরফিন আখতার ছিদ্দিকা ও সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, ই-বার্তা অনলাইন পত্রিকা এর সাব-এডিটর আফিফা মহসিনা অরনি, পৌর কাউন্সিলর মমিনুল ইসলাম ভোলা, দৈনিক দিনকাল, দৈনিক দাবানল ও জুপিটার পাবলিকেশন্স এর প্রতিনিধি শফিকুল ইসলাম শফি প্রমূখ।
ছবি : আফিফা মোহসিনা অরণি ।