আনুষ্ঠানিকভাবে দ্বিখণ্ডিত হলো কাশ্মী
ই- বার্তা ডেস্ক।। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর আনুষ্ঠানিকভাবে দিখণ্ডিত হলো। ভারত অংশে এখন থেকে কাশ্মীর উপত্যকার পরিচিতি হবে জম্মু-কাশ্মীর এবং লাদাখ নামে ভারতের কেন্দ্রশাসিত দুটি অঞ্চল হিসেবে।
থাকবে নামমাত্র বিধানসভা। সেখানে প্রধানের দায়িত্বে থাকবেন সরকার মনোনীত দুজন লেফটেন্যান্ট গভর্নর।
বিশেষ মর্যাদা বাতিল করার প্রায় তিন মাস পর বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দলের জোট সরকারের আনুষ্ঠানিকভাবে কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত কার্যকর হলো আজ। জম্মু-কাশ্মীরের এতদিন বিশেষ সাংবিধানিক মর্যাদা ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার গিরিশ চন্দ্র মুরমু মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু-কাশ্মীর অঞ্চলের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নিয়েছেন। এদিকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে শপথ নিয়েছেন রাধা কৃষ্ণ মাথুর।
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ায় এখন জম্মু ও কাশ্মীরের সব ধরনের প্রশাসনের নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে। শুধু জমির বিষয়টি দেখবে কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচিত সরকার। লাদাখও একইভাবে নিয়ন্ত্রিত হবে। যা পরিচালনা করবেন সেখানকার লেফটেন্যান্ট গভর্নর।
জম্মু ও কাশ্মীর দ্বিখণ্ডিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতে রাজ্যের সংখ্যা কমে দাঁড়াল ২৮ এ এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা বেড়ে ৯ হল। পুদুচেরির মতোই জম্মু ও কাশ্মীরের বিধানসভা থাকবে, কিন্তু চণ্ডীগড়ের মতো লাদাখে কোনও বিধানসভা থাকবে না।