আপনার ঘরে এসে বলছি দিদি, মৃত্যুকে আমি হাতের মুঠোয় নিয়ে চলি
ই-বার্তা ডেস্ক।। কলকাতায় অমিত শাহ’র শো-ডাউনকে কেন্দ্র করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে মমতার হুশিয়ারির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারের সুলতানপুরে একটি সভায় মোদি বলেন, তৃণমূলের হামলা থেকে ইঞ্চিতে ইঞ্চিতে অমিত শাহকে বাঁচিয়েছেন বিজেপিকর্মীরা।
মমতাকে পাল্টা হুশিয়ারি দিয়ে মোদি বলেন, কান খুলে শুনে রাখুন দিদি, আপনার ঘরে এসে বলছি- গোলা, গালি ও অত্যাচারের মধ্যেই মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে চলি আমি। প্রতিশোধ নয়, বাংলা থেকে পরিবর্তনের ইঙ্গিত আসছে।
পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বলে অভিযোগ করে মোদি বলেন, বাংলায় একমাত্র মানবপাচারকারী ও অনুপ্রবেশকারীরাই স্বাধীনভাবে বিচরণ করতে পারে। তাদের সঙ্গে রয়েছে দিদির তোলাবাজি ও সিন্ডিকেটের লোকেরা।
প্রসঙ্গত, মঙ্গলবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহের রোড শো থেকে বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন বিজেপিকর্মীরা। এ নিয়ে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে রাজ্যটিতে।
এ ঘটনায় বিজেপিকে চরম হুশিয়ারি করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে। ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেব, শুনে রাখো বিজেপি।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু