আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ২৩
ই-বার্তা ডেস্ক।। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের যৌথ সামরিক ঘাঁটিতে তালেবান হামলায় নিরাপত্তাবাহিনীর ২৩ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
এ হামলায় ২০ তালিবান সদস্য অংশ নেয়। তারা সাবাই নিহত হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে বলেও প্রতিবেদনে জানানো হয়। গতকাল শুক্রবার এই হামলা চালানো হয়।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গফুর আহমেদ জাওয়াদ হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হামলা শেষ হয়েছে, ২৩ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন, ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ২০ হামলাকারীও নিহত হয়েছে।’
আফগানিস্তানের সামরিক ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে বড় শোরাব এলাকার যৌথ সামরিক ঘাঁটি এটি। কর্মকর্তারা জানান, এই সামরিক ঘাঁটি ধ্বংস করার জন্য গত দুইদিনে তৃতীয়বারের মতো চেষ্টা চালালো তালেবান।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু