আফনানকে গাড়ি থেকে ফেলে হত্যার দায় স্বীকার করল চালক-হেলপার
ই-বার্তা ডেস্ক।। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম আফনানের বাস থেকে পরে মৃত্যুর ঘটনা কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রে রয়েছে। অনেক প্রশ্ন উঠেছিল এটা দুর্ঘটনা, নাকি হত্যা? এবার জানা গেল এটি একটি হত্যাকাণ্ড।
আফনানকে বাস থেকে ফেলে দিয়ে হত্যা করার দায় স্বীকার করেছে ঘাতক বাস চালক জুয়েল আহমদ ও হেলপার মাসুদ মিয়া। রবিবার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তারা ঘটনার দায় স্বীকার করে।
এরআগে শনিবার রাতে গাড়িচালক জুয়েল আহমদকে সিলেট থেকে এবং রবিবার সকালে হেলপার মাসুদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহমদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকারের কথাটি জানিয়েছেন।
প্রসঙ্গত, শনিবার বিকালে মৌলভীবাজার জেলার শেরপুরে বাস থেকে ফেলে সিকৃবি ছাত্র ওয়াসিম আফনানকে হত্যা করে চালক ও হেলপার।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু