আবরারকে চাপা দেওয়া সু-প্রভাত বাসের মালিক আটক
ই-বার্তা ডেস্ক।। রাজধানীর নদ্দায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদকে চাপা দেওয়া সুপ্রভাত বাসের মালিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বাসের মালিক ননী গোপালকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার রাতে ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করে জানান, মুগদার একটি বাসা থেকে সুপ্রভাত বাসটির মালিক গোপালকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত ১৯ মার্চ রাজধানীর নদ্দা এলাকায় ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরারকে চাপা দেয় সুপ্রভাত বাস। নিহত আবরারের বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় বাসটির চালক সিরাজুল ইসলাম, কন্ডাকটর ইয়াছিন আরাফাত, চালকের সহকারী ইব্রাহীম ও বাসটির মালিককে আসামি করা হয়।
এরই মধ্যে বাসটির চালক সিরাজুল ইসলাম, কন্ডাকটর ইয়াছিন আরাফাত ও চালকের সহকারী ইব্রাহীমকে গ্রেফতার করেছে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু