আবারও ক্ষমতায় আসছেন ট্রুডো
ই-বার্তা ডেস্ক।। টানা দ্বিতীয়বারের মতো কানাডার ক্ষমতায় আসতে যাচ্ছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। সদ্য সমাপ্ত নির্বাচনে ‘মাইনরিটি গভর্নমেন্ট’ হিসেবে ট্রুডো ক্ষমতায় আসছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় সংবাদমাধ্যমগুলো।
কানাডার পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে শুরুতে হেরে গেলেও পার্লামেন্টে ট্রুডোর দল অধিকাংশ আসন ধরে রেখেছে।
এই নির্বাচনে কোন দল কত আসন পেয়েছে তা বলতে না পারলেও প্রাথমিক ফলাফলে দেখে গেছে, ৩০৪টি ইলেকটোরাল জেলার মধ্যে ট্রুডোর দল পেয়েছে ১৫৬টি আসন, কনজারভেটিভ ১২১টি। সংখ্যাগরিষ্ঠ সরকার নিশ্চিত করতে ট্রুডোর দরকার ছিল ১৭০টি আসন।
এই ফেডারেল ইলেকশন ৪৭ বছর বয়সী ট্রুডোর জন্য ‘গণভোট’ হিসেবে বিবেচিত হচ্ছিল। বহুল আলোচিত এই সরকার প্রধান সম্প্রতি কয়েকটি বিষয় নিয়ে সমালোচনার মুখে পড়েন। ‘সত্যিকারের পরিবর্তনে’র অঙ্গীকার নিয়ে ২০১৫ সালে ক্ষমতায় আসেন সুদর্শন ট্রুডো।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু