আবারো ভোটের দাবি ড. কামাল হোসেনের
ই- বার্তা ডেস্ক।। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন একাদশ সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে আবারো ভোটের দাবি জানিয়েছেন ।
সকাল ১০টার পর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই গণশুনানি। শুরুতেই চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রস্তাব গৃহীত হয়। গণশুনানিতে জুরি বোর্ডের ৬ সদস্য ও আইন বিশেষজ্ঞরা অংশ নেন।
অরাজনৈতিক ব্যক্তিদের কাছে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা ভোটের নানা অনিয়মের চিত্র তুলে ধরেন। এই গণশুনানিতে জামায়াত অংশ নেয়নি। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নিয়েছেন এই গণশুনানিতে।
এসময় ভোটে অনিয়ম নিয়ে গণশুনানিতে জেলায় জেলায় গণআদালত গঠনের কথাও জানানো হয়।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম