আবারো হলিউডে দীপিকা পাডুকোন
ই-বার্তা।। কিছুদিন আগেই দীপিকা পাডুকোন বলেছিলেন আপাতত হলিউডের কোনো ছবিতে অভিনয় করবেন না। ‘ট্রিপল এক্স:জেন্ডার অফ চেজ’ ছবির পরিচালক তার পরবর্তী ছবির জন্য দীপিকাকে নেওয়ার কথা বললে দীপিকা গণমাধ্যমে ছবিটি করবেন না বলে জানান।
তবে সেই কথা উল্টে গেল তার। নতুন হলিউড ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। আপাতত হয়েছে মৌখিক আলাপ।
দীপিকার নতুন ছবিটিতেও থাকবে অনেক বড় চমক। বড় ও নামী প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত এই ছবিটি হবে ইতিহাসভিত্তিক। এখানে থাকবেন হলিউডের অনেক বড় তারকারাও।
ছবিটি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি দীপিকা। বলিউডে শীর্ষে থাকার এই সময়টায় কেন হলিউডে ঝুঁকছেন তিনি!
এই প্রসঙ্গে দীপিকা বলেন, ‘হলিউডের সিনেমাটি এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু হলিউডে ছবিও করবো না এমনটাও বলিনি। এখন বলিউডে নিয়মিত কাজ করতে চাই। আর হলিউডেও ভালো ছবি পেলে করবো।’