আবার ফিরছে প্রয়াত আইয়ুব বাচ্চুর এল.আর.বি
ই-বার্তা ডেস্ক।। প্রয়াত সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার পর এল.আর.বি ব্যান্ডের অন্য সদস্য’রা ঘোষনা দিয়েছিলেন তার স্মৃতিকে আকড়ে ধরে ব্যান্ড চালিয়ে যাওয়ার। তবে জল্পনা ছিলো তাদের ভোকাল কে হবে তার উত্তর নিয়ে। এবার জানা গেলো সেই প্রশ্নের জবাব। ড্রামার রোমেলই হচ্ছেন এল.আর.বির নতুন ভোকাল।
আসছে ২২ জানুয়ারি সিলেটের অভিজাত হোটেল দ্য প্যালেস-এ অনুষ্ঠিতব্য একটি বড় শোয়ের মধ্য দিয়ে তিন মাসের মাথায় ফের মঞ্চে উঠছে ব্যান্ড এলআরবি।
ধারণা ছিলো, এবির অনুপস্থিতে ব্যান্ডটির নতুন ভোকাল হবেন মাসুদ। কারণ তিনিই এতকাল ব্যাকভোকাল হিসেবে সঙ্গত করেছেন আইয়ুব বাচ্চুকে। তবে দলের জ্যেষ্ঠ সদস্য স্বপন জানালেন নতুন তথ্য। মাসুদ নয়, এলআরবি’র গানগুলো কণ্ঠে তুলবেন ড্রামার রোমেল। সেভাবেই প্র্যাকটিস চলছে তাদের।
উল্লেখ্য, গতবছর ১৮ই অক্টোবর পৃথিবী থেকে চিরবিদায় নেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা ভোকাল আইয়ুব বাচ্চু।
ই-বার্তা/ মাহারুশ হাসান