আবার মুখোমুখি বীর-জারা

ই-বার্তা ডেস্ক ।।  রূপালি পর্দায় তাদের যুগলবন্দির কথা মনে পড়লে এখনও রোমাঞ্চ ভর করে। আইপিএলের বদৌলতে তারা হয়ে গেছেন এখন প্রতিদ্বন্দ্বী। বুঝতেই পারছেন কাদের কথা বলা হচ্ছে, শাহরুখ খান ও প্রীতি জিনতা।

 

বীর-জারা হয়ে সিনেপ্রেমীদের মাত করেছিলেন এ জুটি। তাদের রসায়নে চমৎকৃত হয়েছিলেন কোটি দর্শক। ইদানিং সেই স্বাদ আর পাওয়া হচ্ছে না। অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। আজ ইডেন গার্ডেনসে লড়বে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। দুদলের দ্বৈরথে ফের বীর-জারার অপেক্ষায় তারা।

 

শাহরুখ-প্রীতি মানেই ভক্তদের জন্য এক ঝলক টাটকা হাওয়া। পাঞ্জাবে প্রতি ম্যাচেই স্টেডিয়ামে স্বশরীরে হাজির হয়ে বাড়তি মাত্রা যোগ করছেন প্রীতি। ইডেনেও তিনি থাকবেন বলে আশা করা হচ্ছে।

 

তবে শাহরুখকে গ্যালারিতে দেখা যাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। দলের সবশেষ ম্যাচে ছিলেন না। এদিনও থাকবেন কি না নিশ্চিত নয়। তবু ভক্তরা আশায় বুক বাঁধছেন, দীর্ঘদিন পর আবারও দেখা যাবে বীর-জারাকে।

 

 

 

ই-বার্তা/ডেস্ক