আমরা এরশাদের চিকিৎসার টাকা জোগাড় করতে পারিনিঃ রাঙ্গা
ই-বার্তা ডেস্ক।। জাপা মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘ওনার (এরশাদের) চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা আমরা জোগাড় করতে পারিনি। ওনাকে দেশের বাইরে নিয়ে যাব, সেই অবস্থাও ওনার নেই। যদি বাইরে নেওয়ার মতো অবস্থা হয়, তাহলে আমরা উদ্যোগ নেব। আমরা আশা করি, তিনি সুস্থ হয়ে আবার সংসদে বসবেন।’
গতকাল বৃহস্পতিবার সংসদে আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদ মৃত্যুশয্যায় উল্লেখ করে তিনি সংসদকে এসব কথা বলেন।
এরশাদকে নিয়ে বিএনপির কটাক্ষের সমালোচনা করে রাঙ্গা বলেন, অসুস্থ এরশাদ সাহেব সিএমএইচে। যমে-মানুষে টানাটানির অবস্থা বলতে পারেন, বিএনপি তাকে নিয়ে কটাক্ষ করছে। ‘এই বৃদ্ধ, এই বুড়ো আর কতদিন বাঁচবে’—এ ধরনের অশালীন ভাষা বিএনপির নেতারা ব্যবহার করছেন।
যে মানুষটি ৯ বছর দেশ শাসন করেছেন, মানুষের জন্য একবুক পানিতে নেমে যিনি ত্রাণ বিতরণ করেছেন, তাঁর সম্পর্কে এই অশালীন ভাষা ব্যবহার করা হচ্ছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু