আমার ভয় হচ্ছে, দুঃখ হচ্ছেঃ দীপিকা
ই-বার্তা ডেস্ক।। ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) নির্যাতিত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে ক্ষমতাসীন বিজেপির তোপের মুখে পড়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।
টুইটারে দীপিকাকে বয়কটের ডাক দিয়েছেন বিজেপির মুখপাত্র তাজিন্দর সিংহ বাগ্গা। দীপিকার নতুন ছবি ‘ছপাক’-এর টিকিট বাতিলের হিড়িক পড়ে গেছে গেরুয়া শিবিরে।
এ বিষয়ে দীপিকাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার যা বলার তা দুবছর আগেই বলেছিলাম, যখন ‘পদ্মাবত’ মুক্তি পেয়েছিল। আজ যা দেখছি, তাতে আমার কষ্ট হচ্ছে। যে-কেউ যা খুশি বলে পার পেয়ে যাবে— আমি আশা করব, এটাই স্বাভাবিক হয়ে দাঁড়াবে না।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার ভয় করছে। দুঃখও হচ্ছে। এটা আমাদের দেশের ভিত্তি নয়।’
জেএনইউয়ে পুলিশি হামলার বিষয়ে তিনি বলেন, ‘যা হচ্ছে, তাতে আমার প্রচণ্ড রাগ হচ্ছে। আরও খারাপ হল, কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।’
মঙ্গলবার সন্ধ্যায় জেএনইউ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সেখানে গিয়েছিলেন দীপিকা, যদিও সংবাদমাধ্যমে কথা বলতে চাননি অভিনেত্রী।
তিনি বলেন, সহানুভুতি দেখাতেই তার আসা। ঐশী ঘোষসহ আক্রান্ত ছাত্র-ছাত্রীদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর প্রশংসা ছড়িয়ে পড়ে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু