আমি সৌদি আরবের কোনো ক্ষতি চাই নাঃ ট্রাম্প
ই-বার্তা ডেস্ক।। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো সৌদি আরবের প্রতি নিজের সমর্থণের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, আমি চাই না সৌদি আরবের কোনো ক্ষতি হোক।
তিনি বলেছেন, সৌদি আরব আমাদের কোম্পানির কাছ থেকে অনেক কিছু ক্রয় করে। তাই আমি চাই না দেশটির কোনো ক্ষতি হোক।
উইসকনসিনে ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ শীর্ষক এক র্যালিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের সমঝোতার চেষ্টা চলছে যাতে তাদের কাছ থেকে আরো অর্থ পাওয়া যায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, তারা আমাদের নগদ অর্থ দেয়। তারা ৪৫০ বিলিয়ন ডলারের বিভিন্ন পণ্য কিনেছে। তাই দেশটির প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু