আর কোন বিজ্ঞাপন দিতে পারবে না গ্রামীনফোন
ই-বার্তা ডেস্ক ।। নতুন সেবার তথ্য জানিয়ে দেশব্যাপী কোনো মাধ্যমে বিজ্ঞাপন না দিতে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীনফোনকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
গ্রামীনফোনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিটিআরসি।
চিঠিতে বলা হয়, তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা পরিচালনাকারী তথা গ্রামীণফোন লিমিটেডের জন্য করণীয় ও বর্জনীয় নির্ধারণ করে দেওয়া হলো। আগামী ১ মার্চ থেকে ওই নির্দেশনা পালনের জন্যও চিঠিতে বলা হয়।
বিটিআরসির চিঠিতে আরও বলা হয়, অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে স্বতন্ত্রভাবে কিংবা একক স্বত্ত্বাধিকার চুক্তিও করতে পারবে না গ্রামীনফোন। মাসে কল ড্রপের সর্বোচ্চ হার ২ শতাংশের বেশি হতে পারবে না। এমএনপি লকের ক্ষেত্রে মেয়াদ হবে ৩০ দিন। দেশব্যাপী কোনো ধরনের মার্কেট কমিউনিকেশন করা যাবে না।
এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক বলেন, গ্রামীণফোন সেবার ক্ষেত্রে তাদের গুণগত মান বজায় রাখতে পারছে না। এই কারণে তাদের নতুন করে আর কোনো বিজ্ঞাপন দিতে দেওয়া হবে না।
ই-বার্তা / তামান্না আলী প্রিয়া