ইউক্রেনের পর ফিনল্যান্ড সীমান্তের দিকে নজর দিচ্ছে রাশিয়া
ই-বার্তা ডেস্ক ।। ইউক্রেনের পর এবার ফিনল্যান্ড সীমান্তের দিকে নজর দিচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউজউইক জানিয়েছে, ফিনল্যান্ড সীমান্তে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে মস্কো।
সোমবার অনলাইনে ছড়িয়ে অসমর্থিত একটি ফুটেজে অন্তত দুইটি রাশিয়ান সামরিক যানকে ফিনল্যান্ডের সীমান্তের দিকে অগ্রসর হতে দেখা গেছে। টুইটারে শেয়ার করা ওই ভিডিওতে দৃশ্যমান সামরিক যানগুলোকে কে-৩০০পি বাস্টিয়ন-পিএস বলে মনে হচ্ছে। প্রকৃতপক্ষে এটি একটি উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
৪৩ সেকেন্ডের ওই ভিডিওর শেষের দিকে ক্যামেরা ধারণ করা ব্যক্তি একটি রাস্তার চিহ্নের ওপর ফোকাস করেন যা ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির দিকে নির্দেশ করে। টুইটারে ভিডিওটি এ পর্যন্ত প্রায় ছয় লাখ বার দেখা হয়েছে। নিউজউইকের খবরে বলা হয়েছে, রাশিয়া ন্যাটোতে যোগদানের ব্যাপারে ফিনল্যান্ডকে সতর্ক করার কয়েক ঘণ্টার মাথায় সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আগ্রহ প্রকাশ করে ফিনল্যান্ড ও সুইডেন। এ বছরের গ্রীষ্মে ন্যাটোতে ইউরোপের দেশ দুটি যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সুইডেন ও ফিনল্যান্ড সামরিক জোটটিতে যোগ দিলে এর সদস্য সংখ্যা ৩০ থেকে বেড়ে ৩২-এ দাঁড়াবে। ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের গত সপ্তাহের বৈঠকে ফিনল্যান্ড ও সুইডেনের মন্ত্রীরাও যোগ দিয়েছিলেন। এই বৈঠকে দুটি দেশের যোগ দেওয়া নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়েছে। তবে ন্যাটোতে যোগ না দিতে সুইডেন-ফিনল্যান্ডকে সরাসরি হুমকি দিয়ে রেখেছে রাশিয়া। পশ্চিমা সামরিক জোটে যুক্ত হওয়ার চেষ্টা করা হলে, ইউক্রেনের মতো পরিস্থিতি হবে বলেও সতর্ক করেছে মস্কো।