ইকোনমি রেটে শীর্ষে নাঈম
ই-বার্তা ডেস্ক।। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর প্রথম পর্বের খেলা শেষ হয়েছে গতকাল। প্রথম পর্ব শেষে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশী বোলাররা। শীর্ষ ১০ উইকেট শিকারির তালিকায় ৯ জনই বাংলাদেশী। শুধু উইকেট না ইকোনমিতেও রয়েছে দেশি বোলারদের প্রভাব।
সবচেয়ে কিপ্টে বোলার এর তালিকায় সবার উপরে চিটিগাং ভাইকিংসের নাঈম হাসান। ৪ ম্যাচে ১৬ ওভার বল করে তার ইকোনমি মাত্র ৪.১২। এছাড়া পুরো বিপিএলে পাঁচের কম আর ইনোকমি রয়েছে শুধু রংপুর রাইডার্সের বেনি হাওয়েলের।
উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এই তরূণ তুর্কি।
ই-বার্তা/ মাহারুশ হাসান