ইডেন টেস্টে গান গাইবেন রুনা লায়লা
ই-বার্তা ডেস্ক।।গোলাপি বলের ক্রিকেট জ্বরে যেন এখন কাঁপছে পুরো পশ্চিম বঙ্গ। সংবর্ধনা অনুষ্ঠানেই থাকবে সঙ্গীত পরিবেশনা। বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা গান গাইবেন ওই অনুষ্ঠানে।
ইডেন টেস্টকে স্মরনীয় করে রাখতে আয়োজনের কোনো কমতি রাখছেন না বিসিসিআইর নব নির্বাচিত সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইডেনের ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
সৌরভ জানিয়েছেন, সংবর্ধনা সভার আগে গান পরিবেশন করবেন রুনা লায়লা। বাংলাদেশের এই সঙ্গীতশিল্পী দু’টি বাংলা ও একটি হিন্দি গান গাইবেন।
পশ্চিম বঙ্গের সুরকার ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়ও সঙ্গীত পরিবেশন করবেন। আগে থেকে শোনা যাচ্ছিল, শ্রেয়া ঘোষালও গান পরিবেশন করবেন এই অনুষ্ঠানে।