ইতালির লিগ সিরি আ’র বর্ষসেরা ফুটবলার হলেন রোনালদো
ই- বার্তা ডেস্ক।। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। জিতেছেন ষষ্ঠ ব্যালন ডি’অর। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ছয়টি ব্যালন ডি’অর জিতে রেকর্ড গড়েছেন। অনুষ্ঠানের ওই রাতে প্যারিসে ছিলেন না রোনালদো। কারণ তিনি ইতালির মিলানে ছিলেন অন্য পুরস্কারের মঞ্চে।
রোনালদো ইতালির লিগ সিরি আ’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। সোমবার রাতে মিলানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
এবারের ব্যালন ডি’অর জয়ের পথে মেসি পেছনে ফেলেছেন লিভারপুলের ভ্যান ডাইক এবং জুভেন্টাসের রোনালদোকে। এর আগের মৌসুমে ব্যালন ডি’অর জেতেন লুকা মডরিচ। সেবার তালিকায় পাঁচে ছিলেন মেসি। কিন্তু সর্বশেষ মৌসুমে দারুণ পারফরম্যান্স দেখিয়ে মেসি আবার রাজত্বে ফিরলেন। ২০১৫ সালের পরে আবার জিতলেন ব্যালন ডি’অর।
‘ফ্রান্স ফুটবল’ সাময়িকী নারী ফুটবলার হিসেবে রেগান রেপিনোকে দিয়েছে ব্যালন ডি’অর। সেরা গোলরক্ষক হয়েছেন অ্যালিসন বেকার। তিনি জিতেছেন ইয়াসিন ট্রফি। তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন ম্যাথিউস ডি লিট। তার হাতে উঠেছে কোপা ট্রফি।