ইন্ধিরা গান্ধীর পরিবার মুসলিমঃ ওয়াসিম রিজভি
ই-বার্তা ডেস্ক।। ভারতের শিয়া ওয়াকফ বোর্ডের প্রধান ওয়াসিম রিজভি দাবি করেছেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীর পরিবার মুসলিম ছিলেন।
এর আগেও বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছিলন শিয়া মতাদর্শী এ নেতা। কংগ্রেসের নেতাকর্মীরা ভগবান রামের অস্তিত্ব ভুলে গেছে বলেও দাবি তার।
ইসলাম ধর্মে গরুর মাংস হারাম,বাবরি মসজিদের জায়গায় রামমন্দির তৈরি হবে, মুঘল সম্রাটরা চরিত্রহীন ছিল এ জাতীয় মন্তব্য করে আগেও সমালোচিত হয়েছিলেন তিনি।
জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে ফের কংগ্রেস ও গান্ধী পরিবার নিয়ে নতুন তথ্য দিলেন আলোচনায় থাকতে পছন্দ করা এ শিয়া নেতা।
অযৌধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হবে জানিয়ে শিয়া ওয়াকফ বোর্ডের এ প্রধান বলেন, আগামীতে অযৌধ্যায় আমি তখনই আসবো, যখন এখানে ভগবান রামের সুন্দর মন্দিরটি নির্মিত হবে।
উল্লেখ্য, বাবরী মসজিদ নিয়ে সুপ্রিমকোর্টের তিন সদস্যের বিশেষ কমিটির বিষয়ে ওয়াসিম রিজভি বলেন, অযৌধ্যার চেয়ে নিরাপদ আর কোনো জায়গা নেই। আলোচনা হলে এখানেই হতে হবে।
ই-বার্তা/ মাহারুশ হাসান