ইমরানের বিরুদ্ধে কাশ্মীর বিক্রির অভিযোগ প্রাক্তন স্ত্রীর

ই-বার্তা ডেস্ক।।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করতে কাশ্মীর বিক্রি করে দিয়েছেন ইমরান খান। এমন অভিযোগ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান।  

রেহাম খানের অভিযোগ করে বলেন, ভারত কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করবে তা আগেই জানতেন ইমরান খান। কিন্তু তিনি নরেন্দ্র মোদিকে খুশি করার জন্য দিল্লির সঙ্গে চুক্তি করার চেষ্টা করেছেন।  এছাড়া ইমরান খান সব সময়ই সিদ্ধান্তহীনতায় ভোগেন বলে এর কড়া সমালোচনাও করেছেন তিনি। 

রেহাম কাশ্মীর বিক্রির দাবি তুলে বলেন, মোদির দিক থেকে এই পদক্ষেপ সঠিক, কেননা তিনি এটা করবেন এমন শর্তেই বিপুল ভোটে জয়ী হয়ে এসেছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। এরপর থেকে দু’দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু