ইমরান খানের চেয়ে মুখ্যমন্ত্রীর বেতন বেশী
ই-বার্তা ডেস্ক।। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মাসিক বেতনের চেয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বেতন বেশী।বুধবার পাঞ্জাবে মন্ত্রীদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর অবিশ্বাস্য এ কাণ্ডটি ঘটেছে।
জি নিউজ ও এক্সপ্রেস নিউজ উর্দুর খবর অনুযায়ী, বিষয়টি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে পাকিস্তানজুড়ে। সোশ্যাল মিডিয়ায় চলছে নানান বিশ্লেষণ।প্রধানমন্ত্রী ইমরান খানসহ কেন্দ্রীয় মন্ত্রীরাও সমালোচনা করছেন বিষয়টির।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মূল বেতন ১ লাখ ৭ হাজার ২৮০ টাকা। অতিথি আপ্যায়নের জন্য তিনি বাড়তি ৫০ হাজার টাকা পান। এডহক রিলিফ এলাউন্স হিসেবে পান ২১ হাজার ৪৫৬ টাকা। এর সঙ্গে বাড়তি দুটি এডহক এলাউন্স বরাদ্দ আছে প্রধানমন্ত্রীর জন্য। এর একটি হল ১২ হাজার ১১০ টাকার আরকটি ১০ হাজার ৭২৮ টাকা। এ থেকে ৪ হাজার ৫৯৫ টাকা আয়কর দিতে হয় তাকে।সবমিলিয়ে ইমরান খানের মাসিক বেতন হয় ১ লাখ ৯৬ হাজার ৯৭৯ টাকা।
অন্যদিকে নতুন বেতন স্কেল অনুযায়ী পাঞ্জাবের সাধারণ মন্ত্রীদের বেতন হবে দুই লাখের কাছাকাছি।আর মুখ্যমন্ত্রী ওসমান বাযদারের বেতন ৩ লাখ ৫০ হাজার টাকা!
ই-বার্তা/ মাহারুশ হাসান