ইরাকে ফেরি ডুবিতে, বহু প্রাণহানির আশঙ্কা
ই-বার্তা ডেস্ক ।। বহু যাত্রী নিয়ে একটি ফেরি ডুবির ঘটনা ঘটেছে ইরাকে। এ ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। মসুল শহরের নিকট টাইগিরস নদীতে এই ফেরি ডুবির ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে।
এ বিষয়ে মসুলের বেসমারিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জানিয়েছেন, ডুবন্ত ফেরির বেশিরভাগ যাত্রী নারী এবং শিশু। যাদের বেশিরভাগ আবার সাঁতার জানে না।উদ্ধারকারীরা ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।
এদিকে এ ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। সামজিক যোগাযোগ মাধ্যমে উল্টে যাওয়া ফেরি এবং ভাসমান যাত্রীদের ভিডিও প্রকাশ করা হয়েছে।
ই-বার্তা / শাহাদাত ছৈয়াল