ইরানকে আর কোনো ছাড় দেওয়া হবে নাঃ পম্পেও
ই-বার্তা ডেস্ক।। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছে, ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট সাইট পুনরায় চালু করায় ইরানের পারমাণবিক কেন্দ্রবিষয়ক নিষেধাজ্ঞায় তেহরানকে আর কোনো ছাড় দেওয়া হবে না।
পম্পেও সাংবাদিকদের বলেন, সন্ত্রাসবাদে বিশ্বে সবচেয়ে বেশি বিনিয়োগ করা রাষ্ট্রটির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সঠিক পরিমাণ হওয়া উচিত শূন্য। আগে থেকেই গোপনীয় হিসেবে পরিচিত ইরানের ফোর্দোতে পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো বৈধ কারণ নেই। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক এবং ইরানের পক্ষ থেকে জাননো হয়েছে, এই মাসে তেহরান সংবেদনশীল স্থানটিতে আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।
২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। ২০১৮ সালের ৪ মে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ইরানও ধাপে ধাপে এ থেকে দূরে সরে যাচ্ছে। চুক্তিটির মাধ্যমে বেশির ভাগ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অপসারণের বিনিময়ে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ন্ত্রণ করতে বলা হয়। চুক্তিতে ফোর্দোকে পারমাণবিক, পদার্থবিজ্ঞান এবং প্রযুক্তি কেন্দ্রে রূপান্তর করার আহ্বান জানানো হয়েছিল। চুক্তি প্রত্যাহার করা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন বিদেশি সংস্থাগুলোকে ইরানে কাজ করতে বাধা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা মওকুফ করেছিল। ফোর্দোতে কাজ করা রাশিয়ার রোস্যাটম সংস্থাটিও এই ছাড় পাচ্ছে। পম্পেও বলেছেন, ১৫ ডিসেম্বর নিষেধাজ্ঞা মওকুফের দিন শেষ হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় গত মাসে জানিয়েছিল, ৯০ দিনের জন্য তারা মওকুফ নবায়ন করেছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু