ইরানের ইসলামি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

ই-বার্তা ডেস্ক।।  ইরানের ইসলামি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আইআরজিসি ইরানি সরকারের বিশ্বব্যাপী সন্ত্রাসী অভিযান পরিচালনা ও বাস্তবায়ন করার প্রাথমিক মাধ্যম।

ওয়াশিংটন প্রথমবারের মতো অন্য কোনো দেশের সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে এসব কথা বলেন। 

প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আইআরজিসি ইরানি সরকারের বিশ্বব্যাপী সন্ত্রাসী অভিযান পরিচালনা ও বাস্তবায়ন করার প্রাথমিক মাধ্যম।

ট্রাম্প আরও বলেন, এই পদবি আইআরজিসির সঙ্গে ব্যবসা এবং সমর্থন আরও ঝুঁকি বাড়িয়ে তোলে।যদি আপনি আইআরজিসির সঙ্গে ব্যবসা করতে যান তাহলে আপনি ব্যাকিং সন্ত্রাসবাদ করছেন। এ নিয়ে মাইক পম্পেও মুখ খুলেছেন।

উল্লেখ্য, ইরানে আইআরজিসি একটি শক্তিশালী বাহিনী। এটি দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক পদ্ধতি নিয়ন্ত্রণ করে থাকে।

ই-বার্তা/ মাহারুশ হাসান