ইরানের বিরুদ্ধে হামলা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে : পুতিন
ই- বার্তা ডেস্ক।। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা করে তাহলে সেটা ‘মারাত্মক বিপর্যয়’ ডেকে আনবে।
ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনার পারদ যখন চরমে তখন এমন সতর্কবাণী উচ্চারণ করলেন ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া।
গতকাল রাতে এক টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এবং দর্শকদের উপস্থিতিতে এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে কম যে পরিণতি বয়ে আনবে তা হচ্ছে মারাত্মক বিপর্যয়।
পুতিন আরও বলেন, যদি এমন হামলা হয় তাহলে এর ফলে ব্যাপকভাবে যে সংঘাত ছড়িয়ে পড়বে তার পরিণতি কল্পনা করাও সম্ভব নয়। সংঘাত একবার ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে আনাও খুব কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম