ইসরাইলি বিমান হামলা ব্যর্থ করল সিরিয়া
ই-বার্তা ডেস্ক।। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি বিমান হামলা ব্যর্থ করে দিয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।
রোববার সিরিয়ার উত্তর সীমান্ত অংশে অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইল এ হামলা চালায়।
ইসরাইলি সেনাবাহিনী বিবৃতিতে স্পষ্ট করেনি কোথা থেকে রকেট হামলা শুরু করা হয়েছে। উত্তর গোলান লেবাননের ভূখণ্ডের কাছাকাছি।
এ রকেট হামলার পরপরই সিরিয়ার সেনাবাহিনী জানায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি বিমান হামলা ব্যর্থ করে দিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানায়,’আামাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি হামলা ব্যর্থ করেছে। হামলা আমরা আগেই প্রতিরোধ করতে পেরেছি।’
গত অক্টোবরে রাশিয়া সিরিয়াকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করে। তখন থেকে সিরিয়ায় অভিযান চালানোর ক্ষেত্রে ইসরাইল সতর্কতা অবলম্বন করে আসছে।
এদিকে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
ই-বার্তা/ শফিকুল ইসলাম