ইসরাইল মুসলিম উম্মাহর অনুভূতিতে আঘাত হেনেছেঃ হামাস
ই-বার্তা ডেস্ক।। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, ইহুদিবাদীরা মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে এই মসিজদের অবমাননা এবং মুসলিম উম্মাহর অনুভূতিতে আঘাত হেনেছে।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম বুধবার এক বিবৃতিতে বলেন, আমেরিকার প্রত্যক্ষ সমর্থন এবং তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে কিছু আরব দেশের অপতৎপরতার সুযোগে ইহুদিবাদী ইসরাইল আগের চেয়ে বেশি ধৃষ্টতার সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও মুসলিম স্থাপনার অবমাননা করে যাচ্ছে।
তিনি বলেন, ফিলিস্তিনিরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ইসলামের পবিত্রতা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা চালাবে এবং ইহুদিবাদীদের হাত থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হওয়ার আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে। আল-আকসা মসজিদের শহর বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনি জনগণের কাছে তাদের প্রাণের চেয়েও দামি এবং এটি ফিলিস্তিনের চিরস্থায়ী রাজধানী। কাজেই এই নগরীকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করার প্রচেষ্টা কোনোদিন সফল হবে না।
ইসরাইলি সেনাদের সশস্ত্র পাহারায় গতকাল (বুধবার) অন্তত ৬০০ ইহুদিবাদী বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে এই মসজিদের অবমাননা করেছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু