একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন ফেরদৌস

ই-বার্তা ডেস্ক ।।  জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস নিয়ে শোনা যাচ্ছে নানা রকম জল্পনা ।  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নাকি প্রার্থী হচ্ছেন । অনেকই মনে করছেন তিনি নাকি যশোর-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখার সম্ভাবনা আছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রীয় সফরে সঙ্গী হয়ে আমেরিকায় যান চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ।তাইতো তাকে নিয়ে খবর উড়ে বেড়াচ্ছে চলচ্চিত্রপাড়ায়। এ প্রসঙ্গে তাদের মুখ থেকে তেমন কোন কথা শোনা যায় নি।  ফেরদৌস ও রিয়াজ বর্তমান দেশের বাইরে অবস্থান করছেন । ফিরেই নির্বাচন প্রসঙ্গে মুখ খুলবেন ফেরদৌস।

ফেরদৌসের নির্বাচনে আসার খবরটি নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা নিশ্চিত করেন।তারা জানায়, আসছে নির্বাচনে ফেরদৌসকে যশোর-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখার সম্ভাবনা রয়েছে। তিনি ওই আসনে মনোনয়নপ্রত্যাশী। এরই মধ্যে আওয়ামী লীগের উপর মহল থেকেও নাকি গ্রিন সিগন্যালও পেয়েছেন ফেরদৌস।

 

ফেরদৌস কুমিল্লার তিতাশ উপজেলায় জন্ম গ্রহণ করেছেন। তার পুরো নাম ফেরদৌস আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করেই জড়িয়ে পড়েন মডেলিংয়ে। সেই সূত্রেই চলচ্চিত্রে প্রবেশ। তার শ্বশুরবাড়ি যশোর সদরে। যে কারণে তিনি নির্বাচনে লড়বেন যশোর-৩ সদর আসন থেকে। তার স্ত্রী তানিয়া ফেরদৌসের বাবা মরহুম আলী রেজা রাজু ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। আর তিনি আসনটিতে সংসদ সদস্যও ছিলেন। তাই তার পরিবর্তেই ফেরদৌস আওয়ামী লীগের প্রার্থী হবেন বলে জানা গেছে।

 

 

 

ই-বার্তা / ডেস্ক