এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা খরচা দেওয়ার নির্দেশঃ আবরারের মৃত্যু
ই-বার্তা ডেস্ক।। রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বিইউপি শিক্ষার্থী আবরার নিহতের ঘটনায় সুপ্রভাত পরিবহনকে সাত দিনের মধ্যে ১০ লাখ টাকা খরচা প্রদানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে তার মৃত্যুর জন্য পাঁচ কোটি টাকা কেন ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। রিটটি দায়ের করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত বাসের চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। । এ ঘটনার পর ঘাতক চালকের ফাঁসির দাবিসহ ১২ দফা দাবিতে নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা।
আজ বুধবারও দ্বিতীয় দিনের মতো সকাল সাড়ে ৯টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর ফলে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পাওযা গেছে।
ই-বার্তা / আরমান হোসেন পার্থ