এখন পর্যন্ত ব্যাট হাতে বাংলাদেশের সেরা যারা
ই-বার্তা ডেস্ক।। এবারের বিপিএলে বল হাতে বাংলাদেশীরা রাজত্ব করলেও ব্যাট হাতে হয়েছে বিদেশীদের দাপট। তবুও ব্যাট হাতে দেশীদের হয়ে কেউ কেউ চলেছেন স্রোতের উলটো দিকে। তাদের মধ্যে সবার উপরে মুশফিকুর রহিম।
দেখে নেয়া যাক ব্যাট হাতে দেশী মধ্যে সফলদের তালিকাঃ
১। মুশফিকুর রহিম ১৩ ম্যাচে ৪২৬ রান।
২। তামিম ইকবাল ১২ ম্যাচে ৩০৯ রান।
৩। ইয়াসির আলি ১১ ম্যাচে ৩০৭ রান।
৪। জুনায়েদ সিদ্দিক ১২ ম্যাচে ২৯৮ রান।
৫। সাব্বির রহমান ১২ ম্যাচে ২৭৬ রান।
ই-বার্তা/ মাহারুশ হাসান