এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবেঃ মুশফিক
ই-বার্তা ডেস্ক।। বিপিএলের পরেই শুরু হবে বাংলাদেশের কিউই মিশন। আর এই সফরকে কঠিন মিশন বললেন মুশফিকুর রাহিম।
এলিমিনেটর পর্বে চিটাগং বিদায়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আমরা সর্বশেষ যখন সেখানে গিয়েছিলাম তখন কিন্তু আমরা দুইটা ওয়ানডেতে খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম, যা আমাদের জেতা উচিত ছিলো। কারণ নেলসনে যে ওয়ানডে বা ক্রাইস্টচার্চে যেটা ছিলো, আমরা যদি আরো একটু ভালো খেলতে পারতাম তাহলে কেউ জানে না কী হতো। আমার মনে হয় এটা বিশ্বকাপের আগে আমাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে। এখানে কিছু হাই স্কোরিং ম্যাচ হতে পারে। সে দিক থেকে আমি মনে করি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।’
উল্লেখ্য, বিপিএল শেষ হওয়ার আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক অংশ আগামী বুধবার (৬ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। দলে বাকি সদস্যরা বিপিএল ফাইনাল শেষে ৯ ফেব্রুয়ারি যাবে নিউজিল্যান্ড।
ই-বার্তা/ মাহারুশ হাসান