এত সুন্দর পরিবেশে ভোটগ্রহণ আগে কখনও দেখিনিঃ বাদশা

ই-বার্তা।। সোমবার বেলা ১১টার দিকে নগরীর জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে নিজের ভোট দিতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন ফজলে হোসেন বাদশা ।রাজশাহী সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, রাজশাহীতে এত সুন্দর পরিবেশে ভোটগ্রহণ আগে কখনও দেখিনি।

 

বাদশা বলেন, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক আছে এবং সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। কারও কোনো সমস্যা হচ্ছে না। সবাই অবাধে ভোট দিতে পারছেন।রাজশাহী সদর আসনের এ সংসদ সদস্য আরও বলেন, এত সুন্দর ভোট নিয়ে যদি কেউ প্রশ্ন তোলেন, তবে তারা দেশের গণতন্ত্রকে নিয়ে প্রশ্ন তুলবে।

 

এত সুন্দর নির্বাচনকে নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি পুরুষ ভোটার কেন্দ্র। এ কেন্দ্রের পাশেই বুলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রে একই সময় ভোট দেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার স্ত্রী অধ্যাপক তসলিমা খাতুন।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট