এফআর টাওয়ারের মালিক বিএনপি নেতা তাসভিরকে আটক করেছে ডিবি
ই-বার্তা ডেস্ক।। নানা অনিয়মের কারনে বনানী এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল (শনিবার) রাত ১১ টার দিকে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবদুল বাতেন বলেন, আজ (গতকাল) রাত পৌনে ১১টার দিকে তাসভিরের বারিধারার বাসা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। এর আগে রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শনিবার পুলিশ বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করে।
গত বৃহস্পতিবার বনানীর এফআর বাণিজ্যিক ভবনে বেলা ১ টার দিকে ভয়াবাহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। আহত প্রায় ৭০ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু