এবার আমরা ভোট চুরি করে নির্বাচন করতে দেব নাঃ মওদুদ আহমদ
ই- বার্তা ডেস্ক।। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মন্তব্য করেছেন, এবার আমরা ভোট চুরি করে নির্বাচন করতে দেব না। এবার দেশে গণতন্ত্র ফিরে আসবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় কচুক্ষেতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের গণসংযোগে অংশ নিয়ে তিনি একথা বলেন।
মওদুদ বলেন, এ সরকার এবার যদি কোনো রকম ষড়যন্ত্র করে বিএনপি এর জবাব দিতে প্রস্তুত। আমরা সেটা হতে দেব না।
তিনি আরও বলেন, ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করব।
তাবিথ আউয়াল বলেন, যত হামলা হোক আমি প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিতে চাই, হামলা করে কোনো লাভ হবে না।
তিনি বলেন, আমরা প্রতিদিনই ঐক্য হচ্ছি, সাহসী হচ্ছি, আমাদের শক্তি বাড়ছে। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে।
এর আগে বিকেল ৫টায় ইব্রাহীমপুর পাকা মাথায় তাবিথ আউয়ালকে সঙ্গে নিয়ে হুড খোলা জিপে গণসংযোগ করেন মওদুদ। এ সময় রাস্তায় মানুষের ঢল নামে।