এবার টাইগার সমর্থকদের উদ্দেশে সাকিবের বার্তা
ই-বার্তা ডেস্ক।। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টাইগার সমর্থকদের উদ্দেশে বলেন, সবার শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই। আমাদের সমর্থন করা অব্যাহত রাখবেন।
বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, আমি মনে করি দল বেশ ভালো করছে। আপনারা সবসময় যেভাবে আমাদের সমর্থন দিয়ে আসছেন, সেভাবে সমর্থন দিয়ে গেলে আমি মনে করি দল ভালো করে যাবে।
সোমবার ইংল্যান্ডের টনটনে সাকিব আল হাসানের দারুন এক সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২২ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ৫১ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে ৯৯ বলে ১৬টি চারের সাহায্যে ১২৪ রানের ঝলমলে ইনিংস খেলেন সাকিব।
খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে সাকিব আল হাসান বলেন, আসলে এই জয়টা সত্যিই দারুণ। আমাদের সেরা জয়গুলোর মধ্যে অন্যতম। আমার বিশ্বাস ছিল শেষ পর্যন্ত ব্যাট করতে পারলে ম্যাচে জয় পাওয়া সম্ভব। সেটা করতে পেরে ভালো লাগছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু