এবার ডেঙ্গু আতঙ্কে আদালতের বিচারকরা
ই-বার্তা ডেস্ক।। ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নিম্ন আদালতের বিচারক ও আইনজীবীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এর মধ্যে একাধিক বিচারক, আইনজীবী ও তাঁদের পরিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আ স ম শামস জগলুরের বোন ফারজানা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। ফারজানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল আমিন নাহিদের স্ত্রী।
এ ছাড়া ঢাকার আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ইয়াসিন মিয়ার ছেলে গত ১১ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে ঢাকার মহানগর হাকিম ইলিয়াস মিয়া ২০ দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। তিনি বর্তমানে সুস্থ আছেন।
ঢাকার ৮ নম্বর নারী ও শিশু আদালতের বিচারক ও ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ছাড়া ঢাকা বারের একাধিক আইনজীবী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু