এবার নিজেকে ছাড়িয়ে গেলেন সাকিব
ই-বার্তা ডেস্ক।। একের পর এক অর্জনে দিনদিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন সাকিব।এবার তার অর্জনে যোগ হলো আরেক কীর্তি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির গত বছরের সেরা বোলিংয়ে ঠাঁই করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের ২০ রানে পাঁচ উইকেট।
ইএসপিএন ক্রিকইনফো আজ বুধবার ২০১৮ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি বোলিং ফিগার নিয়ে যে তালিকা প্রকাশ করেছে, তাতে স্থান করে নিয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের এই স্পেল। ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ভর করে সিরিজে সমতা ফেরায় স্বাগতিক বাংলাদেশ।
সাকিবের এমন নজরকাড়া বোলিংয়ের দিনে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩৮ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। সহজেই সে লক্ষ্য টপকে গিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ দল। যদিও শেষমেশ ২-১ ব্যাবধানে সিরিজ হারে স্বাগতিকরা।
ই-বার্তা/ মাহারুশ হাসান