এরিককে এক বেলা খেতে দিত, ওর ওজন কমে গেছেঃ বিদিশা
ই-বার্তা ডেস্ক।। মা বিদিশাকে নিয়েই বারিধারার প্রেসিডেন্ট পার্কে থাকতে চান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাহতা জারাব এরিক। তাইতো গতকাল সোমবার তিনি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গুলশান থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘এরিক আজ (গতকাল) বিকেলে মা বিদিশার সঙ্গে থানায় এসে জিডি করেছেন। জিডিতে নিজের অসুস্থতার কথা জানিয়ে বারিধারার বাড়িতে মা বিদিশাকে রাখতে চাওয়ার কথা জানিয়েছেন।’
এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাটে থাকা অটিস্টিক এরিককে চরম অবহেলা করে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটানো হয়েছে বলে অভিযোগ বিদিশার। তাঁর অভিযোগের তীর এরশাদের ভাই ও জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের দিকে।
বিদিশা বলেন, ‘সেদিন রাতে এসে শুনি, এরিককে ওরা মাত্র এক বেলা খাবার খেতে দিত। এরিকের ওজন কমে গেছে। সে নিজেও খুব ভীত-সন্ত্রস্ত ছিল।’
চলতি বছরের জুলাই মাসে এইচ এম এরশাদের মৃত্যুর পর থেকেই ছেলে শাহতা জারাব এরিককে নিজের কাছে রাখতে চেয়েছিলেন বিদিশা। তবে বারিধারার প্রেসিডেন্ট পার্কে থাকা এরিকের সঙ্গে দেখা করাটা সহজসাধ্য ছিল না বলে জানান বিদিশা।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু