এসএ গেমসে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদকে বকেয়া বাড়ি ভাড়া দিলেন প্রধানমন্ত্রী
ই- বার্তা ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের এসএ গেমসে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদ-সাঁতারু মাহফুজা খাতুন শিলা, শ্যুটার শাকিল আহমেদ ও ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তকে আগেই পুরষ্কার হিসাবে ফ্ল্যাট দেয়ার ঘোষণা দেন।
গত মাসে তিনি তাদের ফ্ল্যাট বুঝিয়েও দিয়েছেন। তবে প্রাপ্ত ফ্ল্যাটে ওঠার আগে তারা যে বাসায় ভাড়া থাকতেন সেখানে তাদের বকেয়া বাসা ভাড়া জমা পড়েছে অনেক। গতকাল সোমবার রাতে তিন ক্রীড়াবিদকে গণভবনে ডেকে বকেয়া বাসা ভাড়াবাবদ ২০ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করে দিলেন প্রধানমন্ত্রী।
এর মধ্যে শুটার শাকিল ৭ লাখ ২০ হাজার টাকা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ৬ লাখ ৬০ হাজার এবং সাঁতারু মাহফুজা খাতুন শিলা ৬ লাখ ৬০ হাজার টাকা পেয়েছেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং যুব ও ক্রীড়া সচিব মো. আকতার হোসেন উপস্থিত ছিলেন।