ঐক্যফ্রন্টকে রায় মেনে নেয়ার আহ্বান জানাল আওয়ামী লীগ

ই-বার্তা ডেস্ক ।।   গতকাল সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রায় মেনে নিতে ঐক্যফ্রন্টকে আহ্বান জানিয়েছেন।

 

সোমবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।এ সময় তিনি বলেন, জনগণের দেয়া রায় তারা (ঐক্যফ্রন্ট) প্রত্যাখ্যান করতে পারে না। জনগণের দেয়া রায় মেনে নেয়ার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, এই নির্বাচনে দেশের মানুষ সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত চিরতরে ভেঙে দিয়েছে এবং জামায়াত-যুদ্ধাপরাধীর অপরাজনীতি-অপশক্তির হাত গুঁড়িয়ে দিয়েছে ভোটের মাধ্যমে।নির্বাচন উপলক্ষে বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক ও সাংবাদিকেরা এসেছিলেন। ইতিমধ্যে ওআইসির সহকারী মহাসচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছে। তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।

 

 আবদুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ ন্যায়, সত্য, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে আছে শেখ হাসিনার নেতৃত্বে। কোনো ধরনের বিজয়োল্লাস বা মিছিল না করতে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, দেশের মসজিদে, মন্দিরে, গির্জায় প্রার্থনা করে শুকরিয়া আদায় করবে আওয়ামী লীগ।

 

সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন, মানুষের সব উদ্বেগ, উৎকণ্ঠাকে ম্লান করে দিয়ে শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছে। এ কারণে আওয়ামী লীগ কোনো বিজয়োল্লাস করবে না।

 

 

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম