ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন নগর উত্তর ছাত্রলীগ
ই-বার্তা ।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জননেতা জনাব ওবায়দুল কাদের ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের শুভেচ্ছা বিনিময় করেন।
গতকাল (শুক্রবার) ধানমন্ডি ৩/এ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা ৬ টায় আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আসেন।
এ সময় আওয়ামী লীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন ও সাধারন সম্পাদক সাইদুর রহমান হৃদয় উপস্থিত ছিলেন। তৃতীয় বারের মতো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রানালয়ে দায়িত্ব পাওয়ায় ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন ও সাধারন সম্পাদক সাইদুর রহমান হৃদয়।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম