ওয়ানডে সিরিজের জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা
ই-বার্তা ডেস্ক ।। বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য। ফজলে রাব্বি নতুন মুখ ওপেনার হিসেবে আসছেন এবং ফিরেছেন পেইস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
প্রধান নির্বাচক জানিয়েছেন সাকিব-তামিম না থাকায় জিম্বাবুয়ে সিরিজকে হালাকাভাবে নেয়ার সুযোগ নেই বলে।এদিকে মোসাদ্দেক সৈকত ও মুমিনুল হক দল থেকে বাদ পড়েছেন। ইনজুরির কারণে সাকিব-তামিম খেলছেন না জানা ছিলো আগেই। তাই তো নতুনদের পরখ করে নেয়ার বড় সুযোগ জিম্বাবুয়ে সিরিজে।নির্বাচকরা খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পথে হাটেননি।
লিটন দাস ও সৌম্য সরকারের সাথে ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে ফজলে মাহমুদ রাব্বি। এছাড়া বোলিং অলরাউন্ডার আরিফুল হকের সাথে রাখা হয়েছে আরেক অলরাউন্ডার সাইফ উদ্দিনকে।
মাশরাফী ইনজুরি শঙ্কা থাকলেও অধিনায়ক হিসেবে আছেন। এছাড়া অন্য সদস্যরা হলেন নাজমুল শান্ত, মোস্তাফিজ, রুবেল, লিটন দাস, মুশফিক, মাহমুদুল্লাহ, আবু হায়দার রনি।২১ অক্টোবর হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আর ১৫ অক্টোবর শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।
ই-বার্তা / ডেস্ক