কক্সবাজারে লবণের মাঠ থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার
ই-বার্তা ডেস্ক।। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংস্থ জাফর প্রজেক্টের লবণ মাঠে আড়াই লাখ ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারীরা। এসময় কাউকে আটক করা সম্ভব হয় নি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা পরে এসব ইয়াবা উদ্ধার করে।
এই বিষয়ে ২-বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী বলেন, মঙ্গলবার ভোরে টেকনাফের হোয়াইক্যংস্থ জাফর প্রজেক্টের লবণ মাঠ এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার সংবাদে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় কয়েকজন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে হোয়াইক্যং জাফর প্রজেক্টের লবণ মাঠ এলাকা দিয়ে নয়াবাজারের দিকে যাচ্ছিল।
বিজিবির টহলদল তাদের থামার নির্দেশ দিলে দৌড়াতে থাকে। বিজিবি তাদের ধাওয়া করলে একটি বস্তা ফেলে পাশের গ্রামের ভেতর পালিয়ে যায় তারা। পরে বস্তা খুলে দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব ইয়াবা ধ্বংস করা হবে বলে জানিয়েছেন তিনি।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম