কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক
ই- বার্তা ডেস্ক।। কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ হাবিব (৪২)।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর তুলাবাগান চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত হাবিবের মালিকানাধীন মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ছাত্রদল নেতা হাবিব কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার মৃত আব্দু রশিদের ছেলে এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
এই বিষয়ে রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর তুলাবাগান এলাকায় কক্সবাজারমুখী একটি নোয়াহ মাইক্রোবাসে (চট্ট মেট্রো-গ-১১ ৪৪৩৬) তল্লাশি করে গাড়ির ডেজবোর্ডের ভেতর থেকে ৫টি প্যাকেটে মোট ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় মাইক্রোবাসের মালিক ও চালক হাবিব উল্লাহকে আটক করা হয়। মাদক আইনে মামলা দায়ের করে তাকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম