কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেলো বাংলাদেশ
ই-বার্তা ডেস্ক।। রবিউল হাসানের একমাত্র গোলে প্রীতি ফুটবল ম্যাচে কম্বোডিয়াকে ১-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
শনিবার সন্ধ্যায় কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনুষ্ঠিত খেলায় প্রথম থেকেই গোলের জন্য দুদল’ই ছিলো মরিয়া। কিন্তু প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি কোনো দল।
খেলার দ্বিতীয়ার্ধে তথা ৮২ মিনিটে রবিউল হাসানের করা গোলে এগিয়ে যায় বাংলাদেশ দল। এরপর ৮৫ মিনিটে গোলকিপারকে একা পেয়েও রবিউল তা গোলে পরিণত করতে না পারলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
ফিফা র্যাংকিংয়ে কম্বোডিয়ার অবস্থান ১৭২, বাংলাদেশ ১৯২।
উল্লেখ্য, এর আগে কম্বোডিয়ার বিপক্ষে তিনবার মুখোমুখি হয় বাংলাদেশ দল। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে কম্বোডিয়াকে ২-১ গোলে পরাজিত করেছিল বাংলাদেশ। ২০০৭ সালে ভারতের নেহেরু কাপে কম্বোডিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। এরপর ২০০৯ সালে কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ দল।
ই-বার্তা/ মাহারুশ হাসান