করোনায় স্থগিত বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচ
আপাতত স্থগিত করা হয়েছে ২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলো।
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচও স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে।
এর আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করার ব্যাপারে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি মতৈক্যে পৌঁছে। এমন ঘোষণার পরই বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিতের ঘোষণা দেয়।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে কদিন ধরে অনেক কথাই চলছিল কিন্তু আমরা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছিলাম না।
ফিফা ও এএফসির নির্দেশনার অপেক্ষায় ছিলাম। করোনা ভাইরাসের কারণে তারা আমাদেরকে মার্চ থেকে জুন পর্যন্ত ম্যাচগুলো স্থগিত করতে বলেছে। আমরাও তাদের সঙ্গে একমত হয়েছি।
২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় লেগে আগামী ২৬ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও আফগানের। এর আগে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে আফগানদের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল লাল-সবুজের দল।