করোনায় বাজেটে ব্যয় বাড়ল ১৩.২৪%
করোনার মহামারীতে অর্থনীতির ক্ষত কাটানোর পাশাপাশি মানুষের জীবন-জীবিকা রক্ষার চ্যালেঞ্জ সামনে রেখে ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শিরোনামে অর্থমন্ত্রী মুস্তফা কামালের দ্বিতীয়বারের মতো উত্থাপিত এই বাজেটের ব্যয় বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৩.২৪ শতাংশ বেশি ধরা হয়েছে। যা দেশের মোট জিডিপির ১৭.৯ শতাংশের সমান।
বিদায়ী অর্থবছরে বাজেটের আকার ছিল ২০১৮-১৯ অর্থবছরে সংশোধিত বাজেটের ১৮ শতাংশ বেশি। যা দেশের মোট জিডিপির ১৮.৩ শতাংশের সমান।
এর আগে বাজেট প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা।
বৃহস্পতিবার দুপুরে জতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক বিশেষ মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে আগামী বাজেটের অনুমোদন দেয়া হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।